"ইন্টারভিউ সিরিজ ৩ উমবের্তো একো By BooBook"

In Stock

Quantity :

Price:   $ 1.4

ইন্টেলেকচুয়াল বলতে যদি আপনি এমন কাউর বোঝা যে হাত দিয়া না, মাথা দিয়া কাজ করে— তাইলে যেকোন ব্যাঙ্কক্লার্ক ইন্টেলেকচুয়াল এবং মাইকেলেঞ্জেলো ইন্টেলেকচুয়াল না। আর এখন তো একটা কম্পিউটার থাকলে যে কেউই ইন্টেলেকচুয়াল। সুতরাং, কারো প্রফেশন বা সামাজিক অবস্থান দিয়া সে ইন্টেলেকচুয়াল কিনা, তা ঠিক করা যায় না। আমার মতে, সে-ই ইন্টেলেকচুয়াল, যে নিজের ক্রিয়েটিভিটি দিয়া নতুন নতুন জ্ঞান তৈরি করতেছে। একজন চাষা যদি বোঝে যে, একটা নতুন ধরনের কলম কইরা আপেলের একটা নয়া জাত বানানো যাইতে পারে, তাইলে এই চাষা একজন ইন্টেলেকচুয়াল। অন্যদিকে যে দর্শনের অধ্যাপক হাইডেগারের উপর একই লেকচার দিয়া দিয়া জীবন পার কইরা দিতেছে, সে কোন ইন্টেলেকচুয়াল না। ক্রিটিক্যাল ক্রিয়েটিভিটি— মানে, আমরা স্বাভাবিকভাবে যেসব কাজ করি, এইগুলার ক্রিটিক করা, অথবা এইসব কাজ করার আরো বেটার কোন রাস্তা বাইর করা— এইটা হইলো ইন্টেলেকচুয়াল কাজকর্মের একমাত্র নিশানি।

…মুশকিলটা হইলো, ইন্টেলেকচুয়ালরা আসলে ভবিষ্যতের জন্য কাজ করে, বর্তমানের জন্য না। ধরেন, একটা থিয়েটারে যদি আগুন লাগে, তাইলে যে কবি সে চেয়ারের উপরে দাঁড়াইয়া কবিতা পড়া শুরু করবে না। অন্য সবার মত তারও ফায়ার সার্ভিসের লোকজন ডাকা লাগবে। একজন ইন্টেলেকচুয়ালের কাজ হইলো, মনোযোগ দিয়া থিয়েটারটা দেইখা আগেভাগে নিজের মতামত জানানো যে— এই থিয়েটারটা তো বহুত পুরান, ঝুঁকি আছে! ফলে, তার কথার একটা প্রফেটিক আবেদনও তৈরি হইতে পারে। একজন ইন্টেলেকচুয়ালের কাজ এইটা বলা যে— 'আমাদের এই কাজটা করা উচিত'; আর 'আমাদের অবশ্যই, এখনই, এই মুহূর্তে অমুক কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন'— এইগুলা একজন পলিটিশিয়ানের কাজ।

সাক্ষাৎকার


No review available yet.

'