ভাষা আন্দোলন : পরিপ্রেক্ষিত ও ইতিহাস by এ কে এম শাহনাওয়াজ

In Stock

Quantity :

Price:   $ 16.8

অধিকার আদায়ের সংগ্রামে বাঙালির লড়াই হাজার বছর ধরে ঐতিহ্য নির্মাণ করেছে। দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতাতেই মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল এক ইতিহাস সৃষ্টিকারী আন্দোলনে। ভ্রাতৃসম মনে করে বাঙালি উর্দুভাষী শাসকদের সমর্থন দিয়েছিল। কিন্তু শাসকদের মধ্যে ছিল শােষণ মানসিকতা। তাই তারা প্রতিবাদী বাঙালির পরবর্তী প্রজন্মকে উজ্জ্বল সংস্কৃতি বিচ্ছিন্ন করে নিজীব বানিয়ে ফেলতে চেয়েছিল। ফলে বাংলা ভাষার ওপর আঘাত হানে শুরুতেই। এর প্রতিক্রিয়াতেই দানা বাঁধতে থাকে ভাষা আন্দোলন।সর্বপ্লাবী এই আন্দোলনের গভীরতা দেশের গণ্ডিতেই থেমে থাকেনি; এর অমিত শক্তি বিশ্ববাসীকেও আলােড়িত করেছে। তাই ২১ ফেব্রুয়ারি লাভ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।
বর্তমান গ্রন্থটি রচনার শুরুতেই বিবেচনায় ছিল অমন গৌরবের একটি আন্দোলন তাৎক্ষণিক কোনাে কারণে গড়ে ওঠেনি। এর পেছনে ছিল একটি দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। এই পটভূমি উপস্থাপনের মধ্য দিয়ে গ্রন্থের বিন্যাস এগিয়েছে। পাঠকের কাছে ভাষা আন্দোলনের একটি নির্ভার ইতিহাস উপস্থাপনের প্রয়াস রয়েছে এই গ্রন্থে। তবে রচনা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। একটু ভিন্ন আঙ্গিকে। সমস্ত তথ্যসূত্র যাচাই-বাছাই করার একটি চেষ্টা আছে। প্রয়ােজনীয় সূত্র উল্লেখের জন্য ব্যবহার করা হয়েছে পাদটীকা। গাধা ইতিহাস বর্ণনায় কম মনােযােগ দিয়ে নানা ধারার প্রত্যক্ষদর্শীর বিবরণ উপস্থাপন করে পাঠককে সময়ের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমান গ্রন্থের ভেতর দিয়ে ছােট আঙ্গিকে হলেও ভাষা আন্দোলনের একটি পূর্ণাঙ্গ চিত্র খুঁজে পাবে পাঠক।

Name: ভাষা আন্দোলন : পরিপ্রেক্ষিত ও ইতিহাস

Author: এ কে এম শাহনাওয়াজ

Materials: Paper

Size : 8.75"/5.5"


No review available yet.

'